-
- টাঙ্গাইল
- মধুপুরে বাৎসরিক সুন্নী সম্মিলন-২০২০ সমাপ্ত
- প্রকাশের সময় : নভেম্বর, ২০, ২০২০, ৩:৩৩ অপরাহ্ণ
- 161 বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আহলে সুন্নাৎ ওয়াল জামায়াত এর অনুসারীদের বাৎসরিক সুন্নি সম্মিলন ২০২০ সমাপ্ত হয়েছে ।
এ বছর সম্মিলনটি আয়োজন করা হয় মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের মরহুম কছিম উদ্দিন আল মোজাদ্দেদী সাহেবের ছোট ছেলে মাওলানা আঃ আজিজ আল-মোজাদ্দেদীর বাড়ীর আঙ্গিনায় । গতকাল ১৯ নভেম্বর বৃহস্প্রতিবার বাদ আছর হতে শুরু হয়ে দীর্ঘ রাত গড়িয়ে ফজর নামাজের আগ পর্যন্ত চলে এ সম্মিলন । মাওলানা আঃ আজিজ আল-মোজাদ্দেদীর প্রধান পৃষ্ঠপোষকতায় এ সম্মিলন এ জনাব হাফিজ উদ্দিন আল মোজাদ্দেদীর সভাপতিত্বে উক্ত সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ কাজী আঃ মোতালেব, চেয়ারম্যান, মহিষমারা ইউনিয়ন পরিষদ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পীরজাদা ডাঃ আবুবক্কর সিদ্দিক বা-ঈমান আল কাদরী, সভাপতি বাংলাদেশ তরীকত ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখা, শাহ্সুফী হযরত মাওলানা মোঃ মোখলেসুর রহমান (শাহ্ হাবিব ), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ তরিকত ফেডারেশন,টাঙ্গাইল জেলা শাখা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজী, রফিকুজ্জামান আল মোজাদ্দেদী, খাদেম লাল কুঠী পাক দরবার শরীফ, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ , আলহাজ হাফেজ মাওলানা মুফতি মিনহাজ উদ্দিন আশেকী, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আল মোজাদ্দদী, ও মাওলানা আঃ রাজ্জাক আল মোজাদ্দেদী । উক্ত সম্মিলনের সঞ্চালনায় ছিলেন পূর্ব ঘাটাইল ও মধুপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষক, সাংবাদিক ও কবি সাজ্জাদ রহমান । পরে ফজর আজানের পূর্ব মুহুর্তে মোনাজাতের মধ্য দিয়ে সম্মিলনের সমাপ্তি ঘোষনা করা ।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply