শেখ ইয়াকবের উইকেন্ড এভেজ্ঞার সিরিজ তূর্যের খুব পচন্দ।মুভি চলাকলাকালীন সময়ে স্ক্রিনে থর আসা মানেই ত‚র্যের আলাদা একটা ভাব চলে আসে যতবারই তুর্য মুভিটা দেখে আর থরের এন্ট্রি হয় তখনই সে সারা বাড়ী মাতিয়ে তোলে।হঠাৎ ত‚র্যের কাছে ফোন বেজে ওঠে আর মুভি দেখার সময় এই ফোন বাজাটা তূর্যের কাছে দুনিয়ার সবচেয়ে বিরক্তকর একটা ব্যাপার।তূর্য পড়াশুনায় বরাবরই খারাপ শত চেষ্টা করেও কখনও রেজাল্ট ভালো করতে পারে না এবার ও তার ব্যতিক্রম হয় নাই তবে এবার বিষয়টা ভিন্ন এবার সে তার রেজাল্ট বাসায় বলে নাই সে বাসায় মিথ্যা কথা বলেছে যে সে পাশ করেছে আর এই সুযোগে সে পরিকল্পনা করে বাবা মা কে রাজি করায়ে বন্ধুদের নিয়া সে সেন্টমার্টিন ঘুড়তে যাবে। কোন রকম ভাবে বাবা মাকে রাজি করায়ে সে বন্ধুদের সাথে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হলো আর সেখানে পৌছানোর পরই কোন এক ঝড়ের বিদ্যুৎ চমকানোর সময় তূর্যের কাছে এক অলৌকিক শক্তি চলে আসে আর তখনই ঘটে না না ঘটনা এভাবেই সাইন্সফিকশন গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক উইকেন্ড। নাটকটির কাহিনী ,সংলাপ ও পরিচালনা করছে শেখ ইয়াকুব। নাটকটিতে অভিনয় করছে তূর্য, হাসান, রবিন, পলক, সাজিদ,রিফাত,শাফিন সহ একঝাক কিশোর অভিনেতা এছাড়াও একঝাক কিশোরের পাশাপাশি আরও অভিনয় করছে দেশের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীগন। নাটকটি প্রযোজনা করছে বাংলাপ্যাথে প্রডাকশনস আর তা প্রচার হবে খুব শিগ্রই বাংলাপ্যাথের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
Leave a Reply