স্টাফ রিপোর্টার: মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা (গুইলাপাড়া) গ্রামে ক্রিকেট খেলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তির নাম শামীম হোসেন (১৮) । মহিষমারা (গুইলাপাড়া) গ্রামের মৃত আব্দুস সামাদ আলীর ছেলে ।
জানাযায়, শুক্রবার বিকেলে গারোবাজার সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে গেলে, খেলার এক পর্যায়ে তার তলপেটে বলের আঘাত লাগলে সে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। গরুতর অবস্থায় তাকে সাথী খেলোয়াররা দ্রæত হাসপাতালে প্রেরণ করে । চিকিৎসারত অবস্থায় গতরাত ২ ঘটিকার সময় শামীমের মৃত্যু হয় । এ ঘাটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে ।
Leave a Reply