নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে বিএনপির এক নেতার ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক মনোনীত করা নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা । ওই ইউনিয়নের দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা পদ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের নেতারা জানান, গত ২২ নভেম্বর উপজেলার তক্তারচালা সবুজ বাংলা উচ্চবিদ্যালয় মাঠে ৫ নম্বর হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানের ছেলে শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিএনপির নেতার ছেলেকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় ত্যাগী নেতা–কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা ওই পদের পরিবর্তন চেয়ে জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন আল আমিন, শরীফুল ইসলাম ও লিয়াকত সিকদার। তারা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মী থেকে সম্মেলনে যুবলীগের কর্মী হিসেবে মাঠে-ময়দানে কাজ করছি। অথচ সম্মেলনে ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলেকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
অবশ্য হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত এ সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান , ‘আমার বাবা তিন বছর আগে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়ে উপজেলা তাঁতী লীগের সভাপতি হয়েছেন। এখন আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করি। আমি ছাত্রলীগও করেছি।’
হাতীবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মজিবর রহমান বলেন, ‘আগে বিএনপি করেছি, এখন আমি তাঁতী লীগের উপজেলা কমিটির সভাপতি।’
উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, ‘মজিবর ভাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন। সর্বশেষ ২০১৭ সালের ১১ মার্চে অনুমোদিত কমিটিতে তিনি সভাপতি পদেই রয়েছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন বলেন, ‘আমার জানামতে উপজেলায় তাঁতী লীগের কোনো কমিটি নেই, অতীতেও ছিল না। অতএব মজিবর রহমান উপজেলা তাঁতী লীগের সভাপতি, এ তথ্য সত্য নয়।’
উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ ছবুর বলেন, বাবা বিএনপি করেন, এটা দোষের কিছু নয়। এ ছাড়া শহীদুর রহমান আগের কমিটিতেও যুবলীগের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ-যুবলীগ করে আসছেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘সখীপুরের হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply