মধুপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে দ্বিতীয় দফায় আবারও নিস্ক্রিয় করা হলো শাহাজালাল বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বোমাটিরও
মঙ্গলবার (১৫ ই ডিসেম্বর) বিমান বাহিনীর ফ্লাইট লে. আজমের নেতৃত্বে একটি দল সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইলের মধুপুর বনের টেলকি বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ ক্যাম্পাসের মাটিতে গভীর গর্ত করে সেখানে পুঁতে বোমাটির বিস্ফোরণ ঘটান। এতে মধুপুর বনের এলাকায় বিকট শব্দের সৃষ্টি হয়েছিল।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, “মাটিতে গভীর গর্ত করে সেখানে বোমা স্থাপন করে বিশেষ কায়দায় এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বোমাটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বোমার অংশ ও ধোয়া একশ থেকে দেড়শ ফুট ওপরে উঠে যায়। মাটিতে পুঁতে রাখা অংশে অনেক গভীরতার সৃষ্টি হয়। এটি বিস্ফোরণের সময় বিমান বাহিনীর বিভিন্ন স্তরের সদস্য, মধুপুর ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিল।
Leave a Reply