নিজস্ব প্রতিনিধিঃ সীমান্তে সাধারণ বাংলাদেশী নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা কর্মীরা।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিছ, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা মহিলাদলের সভানেত্রী নিলুফার ইয়াসমিনসহ যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল, জাসাসসহ বিভিন্ন অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply