সখিপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা পাঁচটার মধ্যে তাঁরা উপজেলা নির্বাচন কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা দুইবারের নির্বাচিত মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Leave a Reply