নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ে একই ওয়ার্ডে পিতা-পুত্রের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এরা হলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক দুইবারের কাউন্সিলর বিল্লাল সিকদার ও তার ছেলে শামীম সিকদার। এদিকে পিতা-পুত্র একই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে ভোটার ও স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ওয়ার্ডে পিতাপুত্র ছাড়াও কাউন্সিলর পদে ২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী জানান, মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে ১০জনের মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে কাউন্সিলর পদে ঋণ খেলাপির দায়ে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply