নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিনপর পুকুর থেকে শামন (৩২) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। আজ সোমবার সকালে স্থানীয় পুকুরে মরদেহ ভাসতে দেখ পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান- ওই যুবকের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।
Leave a Reply