নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মুন্নি আক্তার নামে এক নারী মৃত্যু হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা রেলক্রসিং দক্ষিণপাশে এ ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল রেলষ্টেনের সহকারি স্টেশন মাস্টার মো. শাহিন মিয়া নিশ্চিত করেছেন। মুন্নি আক্তার করটিয়া ইউনিয়া ইউনিয়নের সোনালিয়া গ্রামের মজনু মিয়ার মেয়ে।
মো. শাহিন জানান, বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহী গামী ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। রেল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে, বাড়ি থেকে অভিমান করে এসে তিনি আত্মহত্যা করেছেন।
Leave a Reply