-
- ধনবাড়ী, নির্বাচনী সংবাদ, পৌর নির্বাচন
- ধনবাড়ীতে বিদ্রোহী মনিরুজ্জামান বকুলের নির্বাচনী অফিস ভাঙচুর
- প্রকাশের সময় : জানুয়ারি, ১০, ২০২১, ৮:২৫ অপরাহ্ণ
- 38 বার পড়া হয়েছে
ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী নারিকেল গাছ প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী মনিরুজ্জামানের বকুলের নির্বাচনী অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত হয়েছেন ৬জন। আহতদের মধ্যে দুইজন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হামলার এ ঘটনাটি ঘটে। রোববার (১০ জানুয়ারি) সকালে (স্বতন্ত্র) প্রার্থী মনিরুজ্জামান বকুল এ বিষয়টি গণমাধ্যমে কর্মীদের নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌর শহরের কৃষ্ণতলা ও নিজবর্ণি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকুলের দুইটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষের কর্মীরা। এ সময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে ও পোস্টার ছিড়ে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া। তিনি বলেন, দুইপক্ষই ক্ষমতাসীন হওয়া নেতাকর্মীরা প্রভাব বিস্তার করতে চায়। রাতেই দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে আওয়ামী লীগেরও চার নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply