নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে মাথায় গাছ পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ২৯ জানুয়ারি) দুপুরে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচুতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর উত্তর বিলডগা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, চতিলা বাজার থেকে মিজানুর রহমান দুপুরে ভ্যানে একজন যাত্রী উঠিয়ে গোপালপুর যাচ্ছিলেন। বাইশকাইল লিচুতলায় পূর্বথেকে কয়েকজন শ্রমিক মিলে রাস্তার পাশে একটি বেলগাছ কাটছিলেন। মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যানচালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার উপর পড়ে যায়। এতে তার মাথা থেতলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply