নিজস্ব প্রতিনিধিঃ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত নির্মাণাধীন নতুন রেললাইন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
শনিবার (৩০ জানুয়ারি) এই প্রকল্প পরিদর্শনের সময় রূপসা রেলসেতু নির্মাণের জায়গায় সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, এ রুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করে সহজেই সারাদেশে পৌঁছানো যাবে। বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান ও ভারত আমাদের সাথে বাণিজ্যিক সুবিধা বাড়ানোর সুযোগ পাবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।
রেলপথমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ২০২২ সালে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু, পদ্মাসেতুর রেললাইন চালু এবং এ বছর এ প্রকল্প চালু হলে রেলওয়েতে আমূল পরিবর্তন ঘটবে।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় ছিলেন।
Leave a Reply