মোঃ সবুজ সরকার সৌরভ,ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে ইউসুফ নামে এক ব্যক্তির মৃত্যু। গতকাল বিকালে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুুফ ঐ গ্রামের নস্কর আলীর ছেলে।
নিহত ইউসুফের ভাতিজা শাকিল জানায়, আজ বিকালে প্রতিপক্ষ আনোয়ার ও তার সহযোগীরা তাদের বাড়ির কাছে রাস্তা কাটতে যায়। এসময় তার চাচা ইউসুফ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরে আনোয়ার কুড়াল দিয়ে ইউসুফকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশীদ ভূঁইয়া তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম।
Leave a Reply