নিহতের নাম রাসেল (৩০)। সে তারটিয়া গ্রামের মনির সিকদারের ছেলে
জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা একটি গাছে রাসেল মরদেহ ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
দেলদুয়ারের লাউহার্টী ইউনিয়নে তারটিয়া গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছি।
টাঙ্গাইল জেলার সকল খবর সবার আগে জানতে ভিজিট করুন https://www.amadermadhupur24.com/। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই amadermadhupur24.com ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।
Leave a Reply