-
- মধুপুর
- মধুপুর পৌরসভার নবনিযুক্ত মেয়রে’র দায়িত্ব গ্রহন
- প্রকাশের সময় : মার্চ, ৩, ২০২১, ৪:১৫ অপরাহ্ণ
- 139 বার পড়া হয়েছে
এম এ রউফঃ ঐতিহ্যবাহী মধুপুর ১ম শ্রেণীর পৌর সভার নব-নির্বাচিত মেয়র আলহাজ মোঃ ছিদ্দিক হোসেন খান আজ ৩মার্চ/২১ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করলেন। এ উপলক্ষে বিদায়ী মেয়র মোঃ মাসুদ পারভেজের ব্যবস্থাপনায় পৌর কর্তৃপক্ষ দায়িত্ব অর্পন ও গ্রহনের এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১ঘটিকায় পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাবেক ও নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন, সাবেক ও নবনির্বাচিত কাউন্সিলরগন,পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী আখিমল চৌধুরী ও শ্রী সুবল চন্দ্র সাহা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সাবেক মেয়র নবনির্বাচিত মেয়রকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান। পরে নবনির্বাচিত পর্যায়ক্রমে মহিলা কাউন্সিলর ও কাউন্সিলরগনকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। বিদায়ী মেয়র মাসুদ পারভেজের সভাপতিত্বে পৌরসভার সচিব মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বিদায়ী ও নবনির্বাচিত মেয়র, আমন্ত্রিত অতিথি মধুপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডঃমোঃ ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নবনির্বাচিত মেয়রের বড় ভাই সাবেক অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগন চলমান কাজের ধারা অব্যাহত, নাগরিক অধিকার, সুযোগ সুবিধা ও মধুপুর পৌরসভাকে আধুনিক মডেল পৌসভায় উন্নীত করার দাবি জানান। নবনির্বাচিত মেয়র মোঃ ছিদ্দিক হোসেন খান, চলমান উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত, প্রয়োজন অনুযায়ী নূতন কাজ, নাগরিকদের প্রত্যাশা পূরনে সদা নিবেদিত থাকা, যানজটমুক্ত ও পরিচ্ছন্ন পৌরশহর গড়াসহ অন্যন্য মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। এরপর আনন্দঘন মনোরম পরিবেশে উভয়ের স্বাক্ষর প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও গ্রহন করেন। অনুষ্ঠানের সভাপতি বিদায়ি মেয়র মাসুদ পারভেজ অভিজ্ঞতার আলোকে সকল কাজে সহযোগিতার আশ্বাস ও সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্তি দিয়ে নূতন মেয়র ছিদ্দিক হোসেন খানের সাথে কোলাকোলি করে মেয়রের চেয়ারে বসিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply