মহড়াটি কমিউনিকেশন এক্সারসাইজ (COMEX), লজিষ্টিক এক্সারসাইজ (LOGEX) ও লাইভ এক্সারসাইজ (LIVEX) এ তিনটি ধাপে সম্পন্ন হয়।
এ মহড়ার অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দি এয়ারফিল্ডে একটি বিশেষ অপারেশন (কম্ব্যাট সার্চ এন্ড রেসকিউ) অনুষ্ঠিত হয়।
এ অপারেশনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি হতে উড্ডয়নকারী যুদ্ধ বিমান ও হেলিকপ্টারসহ বিমান বাহিনীর চৌকস কমান্ডােগণ অংশগ্রহণ করেন। শত্রুপক্ষের আকাশসীমায় বিধ্বস্ত বিমান হতে প্যারাসুটের মাধ্যমে অবতরণকারী বৈমানিককে উদ্ধার করে নিজ এলাকায় ফিরিয়ে আনার কৌশল সংক্রান্ত অনুশীলন করাই উক্ত অপারেশনের মূল উদ্দেশ্য ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটি অধিনায়ক এয়ার কমোডোর কাজী মাজহারুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন বিএম রিয়াজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, স্থানীয় কাউন্সিলর মো. ফারুক হোসেন, বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ মহড়াটিকে আরও ফলপ্রসু করার জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়ােজনীয় সমন্বয় কল্পে স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) অংশগ্রহণ করে।
Leave a Reply