মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার ছিটমামুদর গ্রামের আব্দুল লতিফ মিয়ার মেয়ে লিজা আক্তার সাথী (১২)। সে ছিটমামুদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রমতে জানা যায়, প্রতিনিদিনের মতো রাতের খবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় সাথী। কিন্তু সকাল ১১টা পর্যন্ত তার ঘরের দরজা ভিতর থেকে লাগানো অবস্থায় দেখে তার মা অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোন শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে সাথীর ঝুলন্ত লাশ দেখতে পায় তার মা। পরে পুলিশে খবর দেয়া হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. ফয়েজ উদ্দিন বলেন, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
Leave a Reply