এ সময় বক্তারা কল্যাণ তহবিলের চেয়ারম্যান কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়ার বিরুদ্ধে উপজেলার ৮ শতাধিক শিক্ষক-কর্মচারীর কষ্টার্জিত আত্মসাতের ওই ২৭ লাখ টাকা অভিলম্বে পরিশোধ করার দাবি জানান। তারা বলেন, এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির জরুরি সভায় কল্যাণ তহবিলের চেয়ারম্যান পদ থেকে তুলা মিয়াকে অব্যহতি এবং টাকা পরিশোধের সময়সীমা বেধে নোটিশ করা হলেও তিনি নানা তাল বাহানা করছেন। ওই টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শিক্ষকদের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও দাবি করেন।
Leave a Reply