আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মধুপুরের অনার্স এসোসিয়েশন এর উদ্যোগে সর্ব সাধারণের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে সংগঠনটি।
২৭ মার্চ রোজ শনিবার মধুপুর উপজেলায় চাপড়ী বাজারে, চাপড়ী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোক হেলথ কেয়ার এন্ড আলোক হাসপাতাল লি: এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মো : লোকমান সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সাংগঠনিক সম্পাদক,ও মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুল আলম মনি।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাপড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মো শফিকুল ইসলাম সবুজ, মো কদ্দুস সরকার, প্রধান শিক্ষক, চাপড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,
এছাড়াও মেডিকেল ক্যাম্প এর মাঝে বিশেষজ্ঞ ডা: এম আরিফুল ইসলাম এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, সহকারী অধ্যাপক নিটোর পঙ্গু হাসপাতাল ঢাকা। ডা: মোহাম্মদ আলী এমবিবিএম পিজিটি ( মেডিসিন), ডা: মো ফজলে রাফাত সজীব এমবিবিএস,পিজিটি,( মেডিসিন), ডা: উম্মে হাবিবা, এমবিবিএস,পিজিটি,( গাইনী এন্ড অবস) এবং ফিজিও থ্যারাপিস্ট মো মাসুদ রানা, আই এইডস টি, (চট্টগ্রাম) উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অনার্স এসোসিয়েশন বিভিন্ন ক্যাটগরিতে সেবা প্রদান করে।
প্রধান অতিথি মো: লোকমান সরকার বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনার্স এসোসিয়েশনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অত্যান্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার এই ৫০ বছর সমাজে যারা দুস্থ দরিদ্র আছে তারা এই সেবা নিয়ে উপকৃত হবে।
বিশেষ অতিথি ডা: মীর ফরহাদুল আলম মনি বলেন, সামজিক কার্যক্রম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনার্স এসোসিয়েশনের উপদেষ্টা সিনিয়র অফিসার জনতা ব্যাংক, টাংগাইল বাস টারমির্নাল শাখা, তিনি বলেন, স্বাধীনতা এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনার্স এসোসিয়েশনে এর আয়োজনে আজকের এই ফ্রি হেলথ ক্যাম্প অনেক দিনের ইচ্ছার একটা প্রকিফলন।
এলাকার সাধারন মানুষের চিকিৎসায় বিনামূল্য ঔষধ ও চিকিৎসা দিতে পারায় আমরা অনার্স এসোসিয়েশন পরিবার আনন্দিত। আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অনার্স এনোসিয়েশনের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির চিত্র সম্পাদক আমিনুল সিকদার বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে অনার্স এসোসিয়েশনের মেডিকেল ক্যাম্প বহুদিনের একটা স্বপ্ন ছিলো, আলোক হেলথ কেয়ার এর সার্বিক সহযোগীতায় এলাকা মানুষের ফ্রি চিকিৎসা দিতে পারায় আমরা গর্ববোধ করছি। সাধারান মানুষের জন্য কাজ করাটা এখন নেশারমত হয়ে গেছে এবং ধারা অব্যহত রাখতে চাই।
অনার্স এনোসিয়েশনের সভাপতি ও সরিষাবাড়ি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শেখ মো: শহিদুল্লাহ কায়সার বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনার্স এসোসিয়েশন সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে। এতে বিশেষ করে সাধারণ মানুষ বিশেষ ভাবে উপকৃত হয়েছে, আলোক হেলথ কেয়ার সার্বিক সহযোগীতা করার জন্য অনার্স এসোসিয়েশন পরিবার তাদের নিকট কৃতজ্ঞ।
এছাড়া সংগঠনটির সদস্যদের মাঝে ছিলেন, মো: মানিক মিয়া, হিরা, রাশিদুল ইসলাম, বাবুল রানা, আবু আওয়াল, ,মোতালেব,আমিনুল, আব্দুল জলিল, খাইরুল, আসলাম, আনিছ, শামিম, সৌরভ, আরিফ, মনিরুল ইসলাম, সুপ্ত, আজমান,ফজলুল হক,শরিফুল ইসলাম, সজিব,হাসিব, আফসার আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply