নিজস্ব প্রতিনিধি :- করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে মধুপুরের ৫টি স্পটে হাত ধোয়ার ব্যবস্থা করেছে মধুপুর পৌরসভা।
বুধবার (৮জুলাই) বিকেল ২ টা থেকে আনুষ্ঠানিক ভাবে ওই সব স্পটের উদ্বোধন করেন পৌর মেয়র মাসুদ পারভেজ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অর্থায়নে ময়মনসিংহ রোডের নতুন বাজার, সাথী সিনেমা মোড়, বাসস্ট্যান্ড, থানা মোড় অডিটরিয়াম এবং সেগুন বাগিচা ভূমি অফিস এর সামনে জনসাধারণে হাত ধোয়ার জন্য স্থায়ীভাবে একটি করে সাবমারসিবল পাম্প ও টেংকিসহ টাইলস মোড়ানো ২টি করে পানির টেপ বসানো হয়।
পৌর মেয়র মাসুদ পারভেজ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে হাত ধোয়ার ব্যবস্থাও অন্যতম একটি কার্যক্রম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পৌর এলাকার ৫টি জনবহুল স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই সকল স্থান দিয়ে চলাচল কারী সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে হাত ধৌত করার আহবান জানাচ্ছি।
Leave a Reply