টাঙ্গাইল জেলায় নতুন করে ৫০টা COVID-19 পজিটিভ কেস পাওয়া গেছেI
গত ১২.০৭.২০২০ইং তারিখে প্রাপ্ত রিপোর্টগুলোর মধ্যে
মধুপুর ৪ জন । এদের ঠিকানা চৌধুরীপাড়া, মাষ্টারপাড়া। মধুপুর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ৬১ জন।
টাংগাইলে মোট ৫০ জনের মধ্যে মির্জাপুর -২০টা, টাঙ্গাইল সদর -১৫টা, দেলদুয়ার -৫টা, ঘাটাইল -৫টা, মধুপুর -৪টা, গোপালপুর -১টা।
Leave a Reply