মধুপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় মূল হোতা সাগরকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ এর সদস্যরা।
গত শুক্রবার উপজেলার পল্লী বিদ্যুৎ রোডের মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় রক্তাক্ত একটি কোড়ালও উদ্ধার করে তারা।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহত গণি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
তারপর থেকেই এই হত্যাকাণ্ডের রহস্য উৎগাটনের জন্য সিআইডি, পুলিশ, র্যাব মিলে অভিযান চালিয়ে আজ রবিবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকা থেকে মূল আসামি সাগরকে থেকে গ্রেফতার করে।
সাগরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও বাসা থেকে নিয়ে যাওয়া টিভি, মোবাইলসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, “অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং এ জানানো হবে।”
Leave a Reply