আমাদের মধুপুর রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে মধুপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম খান আবু বক্তব্য রাখেন। এরপরে মধুপুর উপজেলার ৬ জন প্রশিক্ষন প্রাপ্ত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।
আর এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply