ঘাটাইল প্রতিনিধিঃ ঘাটাইলে সন্ত্রাসী হামলায় যুগান্তরের সাংবাদিক খান ফজলুর রহমান (৫০) গুরুতর আহত হয়েছে। রোববার রাত ৯টায় উপজেলার স্থানীয় একটি ফাষ্টফুডের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (০১ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার মুল ফটকের পাশে ফাষ্টফুডের দোকানে যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমানসহ কয়েকজন সাংবাদিক চা খাওয়ার সময় সন্ত্রাসীরা হঠাৎ স্টীলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। পরে তার সহকর্মী ও আশে পাশের লোকজন মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply